• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অনুভব

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ০৭:৩২ পিএম

অনুভব

অনুভব

সুস্মিতা দত্ত মুখার্জী

মুখে বলতে চাই না ভালোবাসি
তুমি তোমার সবখানে যখন আমায় অনুভব করবে
তখন আমি শান্তির সাগরে ডুব দেবো।
আমার শরীর ছোঁবে না তোমায়
ছুঁয়ে যাবে আমার ব্যথা... 
তুমি কষ্ট পাবে
আমি পাবো আমার কাঙ্খিত ভালোবাসা,
তোমার সমস্ত সত্ত্বাজুড়ে আমার আনাগোনা 
তুমি তোমার মতো করেই ভালোবেসো 
আমার জীবনের বাকি প্রশ্বাসটুকু লিখে গেলাম তোমার নামে।

আর্কাইভ