• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চেনা অচেনা

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৭:২২ পিএম

চেনা অচেনা

আখতারুজ্জামান সেলিম

যে জীবন নদীর মতো অবিরত চলছে কোথায়;
একূল ওকূল দুকূল ভাঙে তবু চলে কোন ভরসায়?
বানের জলে দুকূল ভাসায়
চাঁদের টানে জোয়ার ভাটায়।
সে জীবন পেয়ে মানুষ আবার হারায়। 
যে জীবন পাখির মতন উড়তে পারে 
দূর নীলিমায়। 
যে জীবন গোধূলি বেলায় মমতা ছড়ায়,
যে জীবন শূন্য হাওয়ায় মায়া ছড়ায় 
রাতের আঁধারে স্বপ্ন দেখায়।
যে জীবন চোখের জলেতে হৃদয় ভেজায়। 
সে জীবন পেয়েও মানুষ কেমনে হারায়। 
যে জীবন পরিযায়ী শিকড় বিহীন 
যে জীবন স্মৃতির ঝোলায় সময় কাটায়
এ জীবন যেমন হাসায় তেমন কাঁদায়, 
এ জীবন পাখির জীবন নতুন মায়ায়।
 

আর্কাইভ