• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

অন্য অনুভব

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৯:১৪ পিএম

অন্য অনুভব

অশেষ বন্দ্যোপাধ্যায়

অন্ধকারে ঢাকা পড়েছিল
মুখ বুক সর্বাঙ্গ। যাবতীয় বৈভব।

স্পর্শ করতেই
আচমকা ঠাণ্ডা বাতাস ভারি 
একটা নিঃশব্দ পদচারণা ঘিরে
কণ্ঠ রোধ করা তীব্র ঝাঁঝালো গন্ধ
ঘরময়।

হুঁশ হারাবার মুহূর্তে আলো জ্বলে উঠতেই
বিশাল সরীসৃপ বিছানায় ফনা তুলেছে।

আর্কাইভ