• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শহরে মুঁছে যাক স্বার্থপরতার ছায়া

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৯:৪৪ পিএম

শহরে মুঁছে যাক স্বার্থপরতার ছায়া

আবু রায়হান ইফাত

তোমার শহর ছুঁয়ে গেছে স্বার্থপরতায়
তুমি ভুলে থাকো,
অন্যতে মজে ভালোও থাকো।
আর, এই শহর!
এই শহরে বিদ্যমান হাহাকারের ধূসর ছায়া
ধূসরতায় মজে অন্ধকারের আবছায়ায়
শুভ্রতার আলো যেনো মৃগনাভির আওতায়।

ব্যর্থ এই শহর!
তোমায় ভুলার মননিবেশে বারংবারই ব্যর্থ,
আর ভুলা তো পৃথিবী ধ্বংসের সমতায় ।
তুমি মজে থাকো,
তুমি সুখে থাকো,
তুমি অন্যবক্ষতে মাথা রাখো,
কিংবা
যদি ইচ্ছে হয় আবার ফিরে এসো
এই দৃষ্টিপানে তাকিয়ে যদি একবার বলো ভালোবাসি
কথা দিলাম,
উন্মুক্ত এই শহর তোমার,
শুধুই তোমার, সর্বত্রব্যাপী শুধু তোমারই অধিকার।

বিশ্বাস করো,
এই শহরে এখনো বিরাজমান তোমারই অধিকার
একবিন্দু মাত্রাও খোয়ায়নি,
এখনো সর্বত্রে তুমিই বিদ্যমান।
তুমি ফিরে এসো,
জমানো ভালোবাসাগুলো বুঝে নাও
ফিরিয়ে দাও আবার এই শহরে শুভ্রতা
ছড়িয়ে দাও আবার ভালোবাসা দু’শহরের অলিগলিতে কানায় কানায় ,
শহরে মুঁছে যাক স্বার্থপরতার ছায়া।

আর্কাইভ