• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এমনভাবে চলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৯:০৭ পিএম

এমনভাবে চলো

তৃপ্তি রায় চৌধুরী

চলো এমনভাবে, যেন অহংকার তোমাকে
এতটুকু স্পর্শ না করে। 
এতটা আঘাত হেনো না কারো বিশ্বাসে, 
যে তোমার গায়ে বেঈমানের তকমাটা লাগিয়ে দিতে পারে।

হাসো এমন করে, যেন তোমার হাসি দেখে, 
এক নিমেষে কেউ নিজের দুঃখ ভুলে যায়।

হিংসা তাকেই করো, যে সমাজের আর্ত,
নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে নির্দ্বিধায়।

চলার পথে স্বার্থপরতার কাঁটা বিঁধলে,
তাকে উপড়ে, লাগিয়ে নিও পরার্থপরতার মলম।

অমানবিকতার বিরুদ্ধে, প্রতিনিয়ত সোচ্চার হোক
তোমার প্রতিবাদী কলম।

নিজেদের বিদ্বেষে যারা কেড়েছে নিরীহ মানুষের প্রাণ, 
তোমার ঘৃণাটুকু থাকুক
শুধু তাদের জন্য।

প্রতিদানের হাতটা রেখো তার দিকেই প্রসারিত, 
যে তোমার উপকার করতে, 
কখনো করেনি কার্পণ্য।

আর্কাইভ