• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিপন্ন পরিবেশ

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ১১:৫৭ পিএম

বিপন্ন পরিবেশ

প্রদীপ কুমার মাইতি

প্রকৃতির শোভা ধরা মাঝে
ছিল সুন্দর পরিবেশে, 
পরিবেশ আজ বড় বিপন্ন 
দুর্যোগ ঝড়ে ভাসে।

মুক্ত ছিল পশু-পাখি 
বাতাসে ছিল না বিষ,
সবুজ বনানী পরিবেশে প্রাণ
দিয়ে গেছে অহর্নিশ।

সিক্ত হতো রুক্ষ মাটি 
আষাঢ়-শ্রাবন এলে,
সবুজ প্রাণেরা তুলতো মাথা
মুক্ত ডানা মেলে।

প্রতিদিন আজ চলছে নিধন 
পশুপাখি বনভূমি, 
সার্থের লোভে পরিবেশে আজ
দুর্যোগের বদ্ধভূমি।

পশু-পাখিরা হাহাকারে মরে
গায় না তাদের গান, 
প্রাণ ভিক্ষায় বনভূমি আজ
চাইছে পরিত্রাণ।

কারখানার ধোঁয়ায় দূষিত বাতাসে 
ভরেছে শরীর বিষে,
পরিবেশ আজ ধ্বংসের পথে 
থাকবে কি অবশেষে?

শপথ হোক রক্ষা করবো 
অবলা পশুপাখি, 
বন্ধ হোক বনানী নিধন 
থাকবে জীবন সুখী।

সবাই মিলে দূষণ রোধে
নামবো পথে মোরা,
মুক্ত বাতাসে জয়ের নিশানে
ছুটবে রথের ঘোড়া।

আর্কাইভ