• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আমি এখন কী করব স্যার?

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৯:৫৩ পিএম

আমি এখন কী করব স্যার?

শিবাজী সান্যাল

স্যার, আপনি আমাকে একদিন পড়তে দেখেছিলেন, 

বাবার পাশে, রাস্তার কিনারে
বাবা তখন ব্যস্ত জুতো সেলাইয়ের কাজে। 
তারপর প্রতিদিন আপনার স্নেহ, বই-খাতা
অন্য ভদ্র ছেলেদের সঙ্গে এক সাথে বসে পড়াশোনা।

স্যার, আপনি আমার চোখে স্বপ্ন সাজিয়েছিলেন
একরাশ রঙিন বেলুন তখন সারা আকাশজুড়ে
আপনার হাত ধরে একে একে সিঁড়ি পার করে
শুধুই ঊধ্বমুখী। প্রবল আত্মবিশ্বাস, শুদ্ধ চিন্তন
চারদিকে জয়ধ্বনি। আমার দুহাতে সফলতার স্বর্ণদীপ।

স্যার আপনার আয়োজনে নামী কলেজে নিঃশুল্ক
আপনার আশীর্বাদে সবার চোখে বিস্ময় আমি
একসময় তাও পেরুলাম অনেক প্রশংসায়। 
তারপর এক বিশাল শূণ্যতা, কোথায় যাবো?
একে একে সমস্ত দরজা যেন যাচ্ছে বন্ধ হয়ে।

স্যার, আমি এখন কী করব? আমার একগুচ্ছ
সফলতার প্রমাণপত্র কেউ চায় না দেখতে। কাজ নেই। 
আমি তো জুতো সেলাইও শিখিনি স্যার। করেছি
অপার বিশ্বাস নিরন্তর, একমাত্র আপনার উপদেশে
ধৈর্য্যের শেষ সীমানায় আমি যাচ্ছি ডুবে অথৈ গভীরে।

স্যার, দরজা খুলুন, আমার একটি প্রশ্ন আছে। 
বলাই মাস্টার দুহাতে দরজা চেপে, চোখ বন্ধ করে
দাঁড়িয়ে রইলেন অসহায়, কানে আঙুল চেপেও
শুনতে পাচ্ছেন, স্যার দরজা খুলুন, একবার স্যার
আমাকে বলে দিন, আমি এখন কী করব স্যার?

আর্কাইভ