• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চাঁদের রক্তঝরা দেখতে হবে-

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৭:২৬ পিএম

চাঁদের রক্তঝরা দেখতে হবে-

চাঁদের রক্তঝরা দেখতে হবে- কেউ কী কখনো ভেবেছে এমন!

মতি গাজ্জালী

চাঁদের রক্তঝরা দেখতে হবে- কেউ কী কখনো ভেবেছে এমন!
হাজার মিসাইল ছুটেছে তিরের বেগে, সবেগে আঘাত অকস্মাৎ, 
থমকে গেছে পৃথিবী। থেমে গেছে যোগাযোগ।

চাঁদ, জোসনা- এমন করে কাহিনি হয়ে যাবে, 
কাঁদবে কবি ও কবিতা, কাঁদবে চাঁদসওদাগর আর চাঁদসুন্দরী,
কিংবদন্তি হয়ে রবে কারো বাহাদুরি।

মহাপ্রলয় আসছে ধেয়ে মানুষের হাত হয়ে।
আরেক পৃথিবী আবার জাগবে হয়তো নতুন করে,
চাঁদহীন আকাশ কাঁদবে সেদিন বিষাদ আর করুণ সুরে।

চাঁদ- বড় ভয় তোমাকে নিয়ে...
 

আর্কাইভ