• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কথা দিলাম

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৮:৪৮ পিএম

কথা দিলাম

প্রকাশ চন্দ্র রায়

চলেই যাব দৃষ্টির আড়ালে তোমার,
থাকব না আর পথের কাঁটা হয়ে;
কুসমাস্তীর্ণ পথ করব না পিছল প্রত্যাশার জলে।

দৃষ্টিকটু অপ্রিয় এ মুখ দেখাব না কোনো দিন,
কথা দিলাম।
বসন্ত বাতাসে তোমার ছড়াবে না দীর্ঘশ্বাস,
অনুক্তই থাকবে অতীতের চারুময় ইতিহাস।

যে হাত ছেঁড়েছ অবহেলে,
অপাঙক্তেয় সে হাত বাড়াব না কোনো দিন 
কোনো অজুহাতে;
পা দুটিও বেঁধেছি নিষেধের শিকলে
যেন পারে না ছুটতে পিছনে তোমার।

অভিযোগে অভিষিক্ত করবো না কখনো;
সজল নয়নে তাকাবো না ফিরে সোনামুখ পানে,
কথা দিলাম।

জীবনের সব রং ছুঁড়ে ফেলে দূরে,
বাকিটা জীবন কাটাবো কষ্টের কারাগারে;
তোমার জীবন হাসুক বসন্ত বিলাসে।

আর্কাইভ