• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কখনো অংকের ফল মিলে হয় শূন্য

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৬:৫৬ পিএম

কখনো অংকের ফল মিলে হয় শূন্য

প্রতীক ওমর

বাইরে অবরোধ। মিছিল স্লোগানে উত্তাল রাজপথ
বাতাসে ধূলিকণা এলোমেলো ওড়ে দিগ্বিদিক
বাতাবি লেবুর সবুজ পাতায় আবরণ ভিন্ন রঙের 
গতিময় সূর্য। আকাশ ঝলমলে। কোথাও মেঘ নেই
তবুও বজ্রপাতে মৃত্যু হয় অসংখ্য মানুষের।

দৃষ্টির সীমানাজুড়ে বহু পথ চলে গেছে বহুদিক
কোন পথ কোথায় মিশেছে কেউ জানে না
আলো-আঁধারের লুকোচুরি, নিয়নবাতির ঘোলাটে রঙ
গোলোক ধাঁধাঁয় আটকে যায় চিন্তার সমীকরণ 
কখনো অংকের ফল মিলে হয় শূন্য আবার কখনো
ভুল হিসেবে শূন্যের সঙ্গে যোগ হয় বেজোর সংখ্যা।

আমি রাজপথে মিছিল দেখি। গুলির শব্দ শুনে স্তব্দ হয়ে যাই
দুর্বল অবয়ব হিম হয়ে যায় নিমিষে। ক্লান্তিহীন চোখ দুটো
বিদঘুটে রাতগুলো একাকি যাপন করি নির্ঘুম
হৃদয় ভেঙে যায়। মায়াবি আদরে। টুকে রাখা বহু শব্দে।

সময় ফুরিয়ে আসে। সড়কের দূরত্ব আরও বেড়ে যায়
ঠিকানাহীন পথগুলো নীল হয়ে ওঠে। আবছায়া চিহ্ন
এঁকে যায় পৃথিবীর বুকে। ক্ষত-বিক্ষত হয় মন 
টগবগে সূর্যটা ধীরে অস্তমিত হয় পশ্চিম কোণে
আমি জানালার ফাঁক দিয়ে সে দৃশ্য অবলোকন করি আনমনে।

 

এএল/

আর্কাইভ