• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মায়া

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৫:৫৫ পিএম

মায়া

সুপ্রীতি দাস

 

দীর্ঘ অভিমানে! ভাষাহীন শব্দের স্রোতের আড়ালে মন
নিবিড়তম কিছু কথা! কিছু অনুভূতি ছবি আঁকে।
লাজুক বিকেলের মায়াবী আলোয় গোধূলির নিঃশর্ত সমর্পণ
ভালোবাসা বুকে আগলে রেখে চাঁদ ছোঁয়ার ইচ্ছে!
ভোরের আকাশে পাখির ডানায় সুপ্রভাত লেখা থাকে।
টুকরো টুকরো মুহূর্তদের যত্ন করে গুছিয়ে রাখা
মনের জানালায় চাপা অস্থিরতা! কতকিছু বলে যায়।

আর্কাইভ