• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

তৃষ্ণা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৯:২৭ পিএম

তৃষ্ণা

সুস্মিতা দত্ত মুখার্জী

খুঁজে নাও রাতের ঠিকানা আমার দু’চোখে
এক আকাশ তৃষ্ণা,
চাতক বারি চায়
খুঁজিনা প্রেমের ঠিকানা 
ভালোবাসার স্বাদ লোনা...
অহরহ ঢেউ আছড়ে পড়ে একলা সাগর পাড়ে 
তীরে বসে ঢেউ গোনার অছিলায় মরনের দিন গুনি।
শুনছো তুমি... 
আজও কি অবহেলা করবে আমায় 
বালুকাবেলায় প্রেম আঁকি 
আমার জীবনে অস্থায়ী ভালোবাসার মতো ধুয়ে মুছে যায়,
ক্লান্ত চিন্তা বিসর্জন দিয়েছি নিয়তির চিতায় 
ঢেউয়ের তালে তাল দিচ্ছে আগামীর হতাশা 
ওই তো ভেসে আসছে শেষ খেয়া...
পরপারের ঠিকানা লেখা 
উজ্জ্বল অক্ষরে।

 

আর্কাইভ