• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কলমে কলমে

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ১০:৩৯ পিএম

কলমে কলমে

নার্গিস পারভিন, কলকাতা

আকাশজুড়ে বৃষ্টি নামুক
     ভাসাক চরাচর,
অনেক প্রেমে ভাসুক শহর
     দুঃখের অবসর।

রাত্রি নামুক নিঝুম কোনো
    চাঁদের দেশে পাড়ি,
ফুল পাখি গাছেরা যে
   আপন আমার ভারী।

ফুলের গন্ধে প্রাণ ভরাই
   হাওয়ার সাথে গান,
নদীর সাথে হোক মিতালী
   সাগর হোক প্রাণ।

আকাশ হোক মস্ত বড়
   মন উদাসী হওয়া,
সবাই সবার প্রাণের দোসর
   এটুকুই হোক চাওয়া।

তবু কেন বিনিদ্র রাতে
     ভীষণ লাগে একা!
শাল পাইনের বনে যেন
    উঠেছে চাঁদ বাঁকা।

মনটা করে তুলোর পালক
   হাওয়ায় না হয় ভাসি,
একাকীত্ব কেমনে ছোঁবে, যদি
   ওষ্ঠে মাখাই হাসি।

ফোটাবো ফুল যতন করে
    প্রাণের মাঠে বাস,
কলমে না হয় থাকুক লেগে
   বসন্তটাই বারো মাস।।
 

আর্কাইভ