• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লেবু ফুলের গন্ধ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৫:২৬ পিএম

লেবু ফুলের গন্ধ

সুস্মিতা দত্ত মুখার্জী

অনেকদিন ভালোলাগার কথা হয়নি

অনেকদিন ভালোবাসার কথা হয়নি

বিষন্নতা গুলোকে বড্ডো বেশী প্রশ্রয় দিয়ে ফেলেছি,

তু্ই রোজ নিয়ম করে পড়িস আমার লেখাগুলো

রোজ বলিস...

কেন এমন অবসাদ তোর কবিতা জুড়ে..

কিসের এতো শুন্যতা

চোখের জলে ভেজা মনের কথা গুলো হারিয়ে যায় কবিতার পাতায় পাতায়...

কাজলা ডাগর চোখের আড়ালে..

কাঁপা কাঁপা ঠোঁট মেকি রঙের পাছে লুকোয় গভীর অভিব্যক্তি..

লেবুফুলের গন্ধ পাইনি কতোদিন

কৃষ্ণচূড়াও ফোটেনা..

বকুলের মালা গাঁথবো কার  জন্য

কেউতো আর আসেনা

কেউ তো আর তেমন ভালোবাসেনা

প্রসন্নতা বৈরাগী...

মনও অস্থির বিবাগী

ভালোবাসারও .. ভালোবাসতে গুমোর

প্রেম দিয়েছে ফাঁকি l

 

এসএই

 

আর্কাইভ