• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সঙ্গ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৩:০১ এএম

সঙ্গ

সুস্মিতা দত্ত মুখার্জী

কেন মিছে মন রাখতে আমার এমন তারিফ করো 
কুটোটি ছাড়া কিছুই নয় তো আমি ।
আমি  পারি না তোমায় হাসাতে
আনন্দে জলও এনে  দিতে পারি না চোখে,
কেন তবে অবুঝ হও বারে বারে!
পাল্টে ফেলতে পারি না তোমার জীবনের গতি
শুধু দূর থেকে সান্ত্বনা দিই মনকে জেনেও তোমার ক্ষতি,
যদি হঠাৎ বৃষ্টি হতাম 
তোমার সব কষ্টগুলো ধুয়ে-মুছে মাটিতে মিশিয়ে দিতাম...
তুমি হতে ভোরের শিউলি 
আঁচল ভরে তুলে নিতাম;
আমার প্রেমের স্রোতে ভাসিয়ে নিতাম তোমার অঙ্গ 
জুড়াত মনের জ্বালা,
যদি পেতাম তোমার সঙ্গ ।

আর্কাইভ