• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিজের বাড়ি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ১০:৩৮ পিএম

নিজের বাড়ি

মু আ কুদ্দুস

নিজের বাড়ি হোক না ভাঙা
স্বাধীনভাবে থাকি,
টালির চালে আমার বাসা
সুখে জীবন রাখি।

পরের বাসায় বাসা বেঁধে 
কোঠা বাড়ির সুখ
সেই সুখেতে কাঁপবে সদা
ভয়ে আমার বুক।

চাই না আমি এমন বাসা
টালির চালেই সুখ
ভাঙা বাড়ির ভালোবাসায়
গর্বে ভরে বুক।

বাড়িতে পোষা সারমেয়
আনন্দেতে থাকে 
প্রভুর কথা শুনতে হবে
নইলে বেঁধে রাখে।

নিজের বাসা ভীষণ খাসা
তুলনা কিছু নাই
পরের বাসা পরের থাকে
তেমন মজা পাই?

আর্কাইভ