• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চলে যায় গতকাল

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৭:৪৭ পিএম

চলে যায় গতকাল

মু আ কুদ্দুস

গতকাল রইলো না আর 
সূর্য, সেটাও হারিয়ে গেল সীমানার ওপার।

যে বাতাস দখিন হয়ে উত্তরে গেছে
সেও অনন্তকালের জন্য চলে গেল... ,
যে মাঝি কাল জোয়ারে বৈঠা শক্ত ধরেছিল
সে আজও সেই নদীতে দাঁড় টানে..
তবে কী গতকালের ঢেউ চিনবে মাঝি?

এমনি কত কিছু চলে যায় প্রতিদিন
এমনি লুকিয়ে গেছে আমার, তুমি--,
এমনি কত সাঁঝের সময় অস্ত গেছে
এমনি কত নিভে গেছে সন্ধ্যা বাতি
এমনি হাজার রাত গেছে চলে অস্তপার 
এমনি কত তারা অলখ্যে গেছে ঝরে
এমনি কত বিকেলে অজস্র পাখি ফিরেছে নীরে ...

আজ ওমনি একজন আমি হাঁটছি গত গতকাল,
ওমনি একজন প্রতিদিন ডাকি...
কখন তুমি হবে আমার
আজকের নতুন সকাল।

বিস্মিত আমি! কোথায় যায় গতকাল, পৃথিবী নাকি সৃষ্টির মহাকাল।
 

আর্কাইভ