• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নবীনগর

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ১২:৩১ এএম

নবীনগর

আলমগীর চৌধুরী

তুমুল জোছনায় লন্স ছুটেছে নবীনগরে 
তারকার আলোয় সজ্জিত অদ্ভুত এক নগরী নবীনগর 
শুধুই দুজন প্রেমের পাখিকে নিয়ে উড়াল দিয়েছে 
আলোর টাইটানিক
আকাশের সমস্ত মেঘমালা থাইগ্লাস হয়ে ঘিরে 
রেখেছে অপূর্ব আদম হাওয়াকে
লন্স ছুটেছে নবীনগরে 
নবীনগর! আহা নবীনগর।

তৃষ্ণার্ত তিতাস ফ্লাইওভার হয়ে মিশে গ্যাছে মিল্কীওয়েতে 
সে ছায়াপথেই লন্স চলেছে যেন ছয় বেহারার পালকি 
আর সে পালকিতে বসে আছেন ইউসুফ জুলেখা !

পালকি চলেছে সপ্ত আসমানে
আকাশের সমস্ত তারা ফুল হয়ে ঝরে পড়ছে মাথার উপর 
আলোক মানব মানবী তিতাকাশের দুইপারে দাঁড়িয়ে 
বরণ করে নিচ্ছে পৃথিবীর সুখী দম্পতিকে 
ইথারে রক্ষিত সমস্ত প্রেমের গান
অনন্তর বেজে চলেছে একের পর এক
রঙধনুর সাতরং ফুলের মালা হয়ে সাজিয়ে দিচ্ছে অনন্ত বাসর

আলোর গতিতে লন্স এসে নোঙর করেছে নবীনগরে 
নবীনগর! আহা নবীনগর! স্রষ্টার শ্রেষ্ঠ স্বর্গদ্যান 
যার পাশ দিয়ে তির তির বয়ে চলেছে মিষ্ট জলের নদী তিতাস 
দু‍‍`পাশে আঙুরের বাগান, অপূর্ব স্থাপত্যশৈলীর ইমারত 
সেইখানে বসে আছেন পুণ্যময় আদম হাওয়া 
তাদের হাতে লুটিয়ে পড়ছে
সুমিষ্ঠ আঙ্গুর, তিতাসের জল
সেইখানে অনন্তকাল বেঁচে থাকবে তারা।

আর্কাইভ