প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০২:৪১ এএম
আলমগীর চৌধুরী
জীবনকে জয় করেছে আন্দুলবাড়ীয়ার অন্ধ বাউল
ভিক্ষাবৃত্তির অপরাধী হাত আজ উপার্জনের
সুগন্ধি ফুল হয়ে ফুটে উঠেছে ছোট ছোট বাদামের গায়ে
চীনাবাদামের খোলসে চীনাভাষায় লিখা নবীজীর অমিয় বাণী
`জ্ঞানার্জনের জন্য প্রয়োজনে চীনদেশে যাও`
দৃষ্টি সম্পন্ন মানুষ বোঝে না সে ভাষা
বাদামের গায়ে আঙুল ঘষে ঘষে অন্ধ তাই বুঝে ফেলেছে
অন্ধত্বকে জয় করার মহান মন্ত্র এক
অন্ধ বাউলের গায়ে গেরুয়া বসন কাঁধে ব্যাগ হাতে একতারা
আর ব্যাগের ভিতর অসংখ্য চীনাবাদাম শীতের পাখি হয়ে
মাঝে মধ্যেই খলবল করে উঠছে আনন্দে
‘যে হাসতে জানে না তার দোকান খোলা উচিৎ না` চীনা এ প্রবাদে
বাউল তাই প্রাণখুলে হাসছে গাইছে আর মাঝে মধ্যে
বাদাম বিক্রি করে বাসযাত্রীদের মাতিয়ে তুলছে
ভিক্ষাবৃত্তিই যদি অন্ধদের পেশা হয়ে থাকে
তবে কী করে মহিয়সী হলেন হেলেন কেলার
অথবা একচক্ষু অন্ধ মরমী লালন
অথবা আজন্ম অন্ধ সেই ধার্মিক যিনি স্বপ্নে মুখস্থ
করে ফেলেছেন পবিত্র গ্রন্থের সমূহ আলোকিত আয়াত
অন্ধের পৃথিবীতে সারাক্ষণ আষাঢ়ের ঘনকালো মেঘ শ্রাবণের বৃষ্টি
তার আকাশজুড়ে কৃষ্ণ পূর্ণিমার চাঁদ হাজারো তারকা
সে দ্যাখে মানুষ যা দেখতে পায় না
আর সে রংধনু তীরের বাহনে ছুটে চলে আকাশে মহাকাশে
অন্ধত্বকে জয় করেছে আন্দুলবাড়ীয়ার অন্ধ বাউল
আর কোন অন্ধ-
পৃথিবীর মানুষের দিকে বাড়িয়ে দেবেনা অপরাধী হাত।