• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তোমার চোখে

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ১২:৩৮ এএম

তোমার চোখে

আলমগীর চৌধুরী

 

তোমার চোখে পদ্মপুকুর

তোমার চোখে নীলা আসমান

তোমার চোখে সাত সমুদ্দুর

সেই চোখেরই মধ্যে আমি পূর্ণিমারই চান।

চোখ গেল চোখ গেল ডাকে চাতক পাখি

আমার দুচোখ প্রেমে অন্ধ তোমার চোখে দেখি।

তোমার চোখে পাখির বাসা

তোমার চোখে পাখির কলতান।

তোমার চোখে ভালোবাসা

তোমার চোখে প্রেমের ভাষা

তোমার চোখে বাঁচার আশা

তোমার চোখে সকল ফুলের ঘ্রাণ।

তোমার চোখে মেঘের কালো

তোমার চোখে তারার আলো

তোমার চোখে রোদ বৃষ্টির গান।

তোমার চোখে বিজলী রেখা

তোমার চোখে জোনাক পোকা

তোমার চোখে নীল ভ্রমরার প্রাণ।

আর্কাইভ