• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমারই অর্জন

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৪:৪৩ এএম

আমারই অর্জন

আলমগীর চৌধুরী

 

 

তার জন্মই আমার কাছে
শ্রেষ্ঠ কবিতা
আমার যেন দ্বিতীয় জনম
আমার সবিতা
তার হাসিতে চাঁদের কণা
ফুলের পরাগ রেনু
সেই ফুলেরই সুবাস মনে
জীবনে রংধনু
আধো আধো বোলে তাহার পাখির কলতান
তাকেই ঘিরে আমার জীবন
স্বপ্ন সারাক্ষণ
কবিতায় আর কি লিখবো
কি গাবো আর গান
সেই আমার জীবন মরণ
আমারই অর্জন।

আর্কাইভ