• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

অনুবীজ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৪:০৭ পিএম

অনুবীজ

সুস্মিতা দত্ত মুখার্জী

শব্দের মুকুল ফুটেছে পাতায় পাতায়,

জিয়োনো বুক থেকে সবকটি বিষাদের কবর খুঁড়ে

উপভোগ করি চোরা বকুলের গন্ধ।

দু একটি অনুবীজ লুকিয়ে রাখা পরের পাতার জন্য

নিঃশব্দ ভরা জীবনে অহেতুক শব্দের কোলাহল...

ভীড়ের মাঝে হেঁটে দেখেছি

কলরোলেও বিরাজ করছে নীরবতা।

ঘোরের মধ্যেই বেঘোরে হারিয়ে যায় বাঁচতে চাওয়া মুখগুলো,

প্রতিবাদী শব্দের আলোড়নে ছাই চাপা... জ্বলে নুড়ো

হাতে হাত রাখো...

পৃথিবী ভেসে যাক শ্রেণীহীন কাব্যের গতানুগতিকতায়

কবিতায় অনুবীজ বুনে যাবো শূন্যতার পূর্ণতায়।

আর্কাইভ