প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৫:৩১ পিএম
নন্দিতা মল্লিক
ঢেউয়ের পরে ঢেউ খেলে যায়,
সমুদ্র জলোচ্ছ্বাসে...
বন্ধনহীন বালু কণা
ঢেউয়ের তোড়ে সরে,
সাগর জলে ডুব দিয়ে সে
নতুন তট গড়ে।
ভাঙা-গড়ার নিত্য খেলায়,
জীবন ভাসে আপন ভেলায়।
সময়ের খেলাঘরে বন্দি
বৈচিত্র্যময় জীবন,
নিত্যের মাঝে অনিত্য
করে বিচরণ।