• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মুখোশ

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ১১:১৭ পিএম

মুখোশ

শুভ্রা মিত্র

এ দুনিয়ায় প্রতিনিয়ত তোমার-আমার 
চারপাশে ঘুরে বেড়াচ্ছে 
মুখোশধারী মানুষ...
তারা হাসছে, খেলছে, ভালোবাসার নামে
করছে প্রতারণা।

তুমি বোকা, সরল বুঝতে পারছো না তার ছলনা
তোমার বিশ্বাস-ভালোবাসা করেছে তোমায় অন্ধ।
তোমার মধ্যে ঢেলে দিচ্ছে দুনিয়ার
নেতিবাচক চিন্তা...
তুমি পারছো না কিছুতেই সামনে এগোতে।

আস্তে আস্তে সে তোমাকে গ্রাস করছে
তুমি পরিণত হবে কূপমন্ডূকে
হতাশা আর বিতৃষ্ণা গ্রাস করবে তোমাকে...
নিঃশেষ করে তোমায় সে খুঁজবে তার 
নতুন শিকার।

এরা মরে না, এদের মৃত্যু নেই
সময় থাকতে সরে এসো বন্ধু...
চিনে নাও এদের।

 

আর্কাইভ