প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৫:১৮ পিএম
একটা আমার বাড়ি ছিল
সেই বাড়িতে
মায়ের একটা ঘর ছিল,
মায়ের ঘরে...
সুখের অনেক আড্ডা ছিল
হাসি-কান্নার বাহার ছিল,
ভাই-বোনদের খুনসুটি আর
রাগ-বিরাগের হল্লা ছিল।
দরজাগুলো খুলে দিলে—
গতিহারা বাতাস ছিল
বৃষ্টি এলে...
টিনের চালে শব্দ ছিল,
সেই বাড়িতে...
আমার অনেক স্বপ্ন ছিল।
মায়ের ঘরে...
আমার খেলার পুতুল ছিল
মায়ের অনেক ট্রাংক ছিল
সেই ট্রাংকে...
বাবার গন্ধমাখা জামা ছিল।
সারা বাড়ির...
গাছ-গাছালি আর পুকুর পাড়ে
শৈশব আমার লুকিয়ে ছিল,
অভিমানি কৈশর আমার,
মায়ের ঘরে ঘুমিয়ে ছিল।
সেই ঘরটা আমার
হারিয়ে গেল
বাড়ির পথটা
খুব চেনা ছিল—
পথের দু’ধারের
সব কিছু খুব আপন ছিল।
সেই বাড়িটা হটাৎ করে বদলে গেল,
তাও আবার হারিয়ে গেল...
একটা আমার বাড়ি ছিল।