প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৬:৩৫ পিএম
টেস্টটিউব নদীর কথা
সালেম সুলেরী
নিউইয়র্ক থেকে
কলস কাঁখের দিন ক্রমশ বিলীন!
নদীর নিকট যেতে যদি-ক্লান্ত নারী ও পুরুষ,
স্রোতের জলের কাছে কত আর খুলে দেবে
উদোম আঙিনা, দেহের গোপন।
নদীও ক্লান্তির রানি--
কোথায় বর্ষাতী, বিমূঢ় যুবতী!
কী অদ্ভুত সমঝোতা--
নদীতে যৌবন নেই নিয়ম মাফিক--
না নিজের, না রমণী পুরুষের।
আরও আছে অদ্ভুত উল্টাগমন।
নদী আর দর্শনের দেবী নেই...
এখন সুড়ঙ্গ সেবী!
চাপকলের গভীরে নদী তার ফেরী করে দুগ্ধজল।
শহরের ঘরে ঘরে, অফিসে অ্যাপার্টমেন্টে
সাপের আদলে, বাঁশরূপী দীঘল পাইপে
স্নানঘরে, ভোগায়তনে, বাগানে
সীমাবদ্ধ সাঁতারের শুচিবাই চৌবাচ্চায়
বেসিনে টেস্টটিউব নদী, যান্ত্রিকতাময় আঁচ চায়!
অসংখ্য নলের গতি। বিভাজিত জলেরই জাতক, হায়।
নলজাত বা টেস্টটিউব নদীদের কথা--
সেও এক বাস্তবতা।
জলেরা মানবমুখী, নদীরা নদীতে নেই--
জল গেল কল অভিমুখে, রে সমাজ, তোমার জন্যই!