• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আলো-আঁধারির দোল

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৪:১৭ পিএম

আলো-আঁধারির দোল

মোহাম্মদ আলী

স্বপ্ন দেখি, স্বপ্নে যুদ্ধ করি, চেনা-অচেনা কোন শত্রু নেই, 
আর এসব যুদ্ধে এমন কি একজন মিত্রও নেই ;
সকাল হলো, দূয়ার খুললো
খুলে গেলো সবগুলি জানালা
হুড়মুড় করে যেন বেড়িয়ে গেল স্বপ্নেরা
যেমন করে বেড়িয়ে যায় পোষা মুরগীর ছানাগুলো। 
কিন্তু মজার কথাটা কেউ কি ভাবে ? 
ওই স্বপ্নের একটা লড়াইও আমি জিততে পারিনি, 
সে জন্য মনেও রাখিনি--মনে রাখতেও চাইনি  
চাইলেও মনে রাখা যায়নি  ;
অদ্ভূত খাপছাড়া স্বপ্নের চরিত্র ! 
মনে হয় স্বপ্নই বুঝি আমার বৈরী পক্ষ, 
ছুরি হাতে তাড়া করে স্বপ্নের শত্রু, আমি প্রানপনে ছুটি, 
ভাবলেই হাসি পায়, যতোই ছুটি সুমুখে
ততোই ফিরে আসি প্রারম্ভ-রেখায় 
ভাবি এটাই বোধ করি স্বপ্নের অভিকর্ষ 
পালিয়ে যাওয়ার নিয়ম নেই 
জিতে যাওয়ারও বিধান নেই ;
রাশি রাশি স্বপ্ন! 
দোলনা থেকেই স্বপ্ন---জীবন ভর স্বপ্ন, 
ফ্যাক্টরী রিসেটিং সম্ভব হলে একটা 
স্বপ্ন-বিপ্লবই ঘটে যেতো ! 
এখন বুঝি, সব স্বপ্ন জলজ বুদ্বুদ 
এখন বুঝি, সব অর্জনই শিল্পীর শিল্প
এখন বুঝি, সব ফসল শ্রম ও গরজের প্রসব 
এখন বুঝি, জয় পরাজয় এক ধ্রুব অনিশ্চিত,  
ওই বুদ্বুদেরই মতো !

আর্কাইভ