• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শহর থেকে দূরে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৩:৫৭ পিএম

শহর থেকে দূরে

পদ্মা বোস

বলদগুলো মেঠো পথে
টানছে গরুর গাড়ি,
পথের দুটি ধার ধরেছে তরুলতার সারি।

ভোরের তপন, মিষ্টি কিরণ, খেলছে লুকোচুরি 
অস্তাচলের চন্দ্র, তারায় লাগায় হুড়োহুড়ি।

গ্রামের মাঝে মেঠোপথের দৃশ্য মনোরম 
অনবদ্য সৃষ্টি ভবের বড়ই অনুপম।

শহর মাঝে হারিয়ে গেছে শান্ত, স্নিগ্ধ রূপ,
কোমলতা নেই তো কোথাও...
কঠিন, কঠোর বিরূপ।

সভ‍্য সমাজ এগিয়ে চলে শৃঙ্খলতার বন্ধনে 
সবুজ কোথায় হারিয়েছে আজ দুঃসহতার ক্রন্দনে।

মনের আকাশ, মনের বাতাস শৃঙ্গসম দূষণ 
ন‍্যায় নীতিটাও হারিয়েছে আজ, 
চলছে শুধুই তোষণ।

অন্তরটা হারিয়ে গেছে হিংসা জাতির ভূষণ 
অনেক রুধির ঝরলে তবে...
ফিরবে হৃত আসন।

 

আর্কাইভ