• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জোনাকির আলো

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:১২ পিএম

জোনাকির আলো

প্রদীপ কুমার মাইতি

রাতের বেলায় জ্বালিয়ে আলো
ঘুরছি সারাক্ষণ,
জোনাকি তুই খুঁজিস কাকে
কোন সে আপনপন?

ভুলেই গেছে তোর কথা সে
নয়তো প্রিয়জন,
আর কতকাল খুঁজবি তারে
কিসেরএত টান?

তোর প্রয়োজন ফুরিয়েছে
বুঝিস না তুই কেন?
তা-ই আসে না মনের মানুষ
মনে থাকে যেন।

প্রিয়জন ছিল কত না আমার
আজকে তারা দূরে,
প্রয়োজনে ছিল বুঝেছি এখন
আজ আমি ভবঘুরে।

তুই ও একা আমি ও একা
শোন রে জোনাকি তুই,
আয়না কাছে সুখে-দুখে
জীবনের গান গাই।

খেজুরী, পূর্ব মেদিনীপুর

আর্কাইভ