• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রেম... তুমি বলে যাও

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ১০:৩৯ পিএম

প্রেম... তুমি বলে যাও

সুস্মিতা দত্ত মুখার্জী

প্রেমজুড়ে তুমি আছো 
যেমন  আছো বিষন্নতায় 
তোমাকে ভালোবাসা হয় না বুকে জড়িয়ে 
ভালোবাসা... অনুভূতির পূর্ণতায়l

সুখ দুঃখের দাগগুলো 
খুলে দেখাবো পরস্পরকে 
ছেঁকে নেবো ক্ষতগুলো, 
মেরামতে তোমার সদিচ্ছাটুকু প্রয়োজন 
প্রেমে ভরাট হবে সব যন্ত্রণা 
মুছে হতাশার ধুলোl

দুচোখে অশান্ত ঢেউ 
তোমার মনে আছড়ে পড়তে চায় 
লিখেছি একটা নাম... ভালোবাসাl
প্রেম তুমি বলে যাও... 
আসবে কি কাছে... শরীর কাঁপছে 
বাঁধবে কি মন...আশা?

বিছানাজুড়ে তোমার গন্ধ 
যেন বিছানো শারদ শিউলি 
কথার দূষণে বিষ... 
উষ্ণ পরশে হরষের বুলি 
মিঠে কোকিলের শিস l

জলের কান্না লুকোনো আছে 
স্রোতের গভীরে 
অভিমানের লাল রঙ
মোহনার তীরে... 
স্বপ্ন বুনে হৃদয় 
আদরমাখা নরম ভালোবাসায় 
দূরত্ব ছুঁয়ে গেছে 
তোমার চোখের ভাষায়l

আর্কাইভ