• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভিন্ন বালিয়াড়ি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৬:১০ পিএম

ভিন্ন বালিয়াড়ি

নার্গিস পারভিন, কলকাতা

তোমার ভালোবাসা আমাকে
যতটা না প্রেমিক করে তোলে, 
তার চেয়েও বেশি 
হয়ে উঠি অবুঝ আর অবাধ্য! 
কেন জানো? 

পেয়ে হারানোর ভয়টা
যেন দিশাহীন সমুদ্রে ভেসে যাওয়া
ঠিক একটা পাখির নীড়ের মতো
এক চিলতে সবুজ
খুঁজে পাওয়ার উল্লাস, 
ভিজে মাটির সঙ্গে সবুজ ঘাসের মিতালী, 
চাওয়ার সঙ্গে পাওয়ার
বকুল বিছানো পথ, 
কদম্বের শাখে নিরাবরণ বর্ষার আকাঙ্ক্ষার!

নিশির বুকে সকাল খোঁজার আকুলতায়
যে পথ হাঁটি, 
সে পথেই তরতরিয়ে গজাতে থাকে
ফনিমনসার চোরা কাঁটা;
আমি মরুভূমির বুকে খুঁজি
এক চিলতে মেঘের ছায়া
আর মরীচিকার বুকে তোমাকে,

খুঁজে পাই
ঝরঝরে শুকনো বালি;
তার মাঝে বদলে যাওয়া তুমি টা
যেন সকাল আর বিকেলের
প্রাণহীন ভিন্ন বালিয়াড়ি!!

আর্কাইভ