• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফিরে এসো কথাশিল্পী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ১১:৪৩ পিএম

ফিরে এসো কথাশিল্পী

আদালত প্রতিবেদক

ফিরে এসো কথাশিল্পী

মিঠু ব্যানার্জী

কলকাতা, ভারত থেকে

 

আর একবার তুমি ফিরে আসবে কথাশিল্পী?

আর একবার এসে তোমার কলমের কালিতে

ছড়িয়ে দাও না নাগরিক অব্যক্ত যন্ত্রণাকে!

আজকাল তোমার মতো করে কেউ লেখে না 

মুক্তি পথের হদিশ,

অকাল মৃত্যুতে রোজ রোজ হারিয়ে যায় কত না সব্যসাচী।

কত নির্মম আর পাশবিক অত্যাচারে হারিয়ে যায় অভয়া-রাজলক্ষ্মী-পার্বতী আর রমা,

কেউ লেখে না চন্দ্রমুখীর কথা তোমার মতো করে...

আর একবার ফিরে এসো শরৎচন্দ্র...

তোমার সুতীক্ষ্ণ শানিত কলমে এনে দাও

সেই সংগ্রামী পুরুষকে,

যার সহানুভূতির স্পর্শে বর্ণপরিচয়ের আইনি ভাষাকে দেবে সাহিত্যে জীবন্ত রূপ।

শরৎবাবু! আজ‌ও তো বিনা বিচারে মৃত্যুর কোলে

ঢলে পড়ে মহেশের মতো কত প্রাণ,

কত আমিনা আর গফুর মিঞা ছেড়েছে

তাদের স্বপ্নের ভাঙা বসতবাড়ি;

আজ‌ কি তাদের জন্য কাঁদে না

তোমার অসীম দরদী প্রাণ?

আজ‌ও তো সমাজের আনাচে কানাচে কেঁদে চলে

কত না অরক্ষণীয়া,

ভালোবাসা দিতে আর ভালোবাসা পেতে

বড় সাধ হয় তাদের!

কেউ লেখে না তোমার মতো করে,

কেউ ভাবে না তাদের কথা।

তোমার মতো করে আজ আর কেউ সৃষ্টি করে না

‘শোষণ’ নামক মহামারীর প্রতিষেধক,

তাইতো দিনকে দিন আদিম হিংস্রতাকে হার মানিয়ে মেতে উঠেছে পৈশাচিক মৃত্যু অনুষ্ঠান!

এসো না ফিরে শরৎবাবু আর একটিবার,

আর একটিবার ছড়িয়ে দাও তোমার নির্ভয় কলমের কালি...

আর্কাইভ