• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কতটুকু সুখ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৫:১৯ পিএম

কতটুকু সুখ

শিবানী চ্যাটার্জ্জী

তুমি কি জানো কতটুকু সুখ আমি চাই?
কতটুকু সুখ পেলে আমি খুশিতে ভরে থাকি?
কতটুকু সুখের জন্য রাতভর স্বপ্ন আঁকি?
কতটুকু সুখের জন্য চোখে জল ফেলি...।

না জানো না, জানা সম্ভবও নয় হয়তো,
কতটুকু দিলে সেটা বড়ো কথা নয়,
কতটুকু পেলে শান্তির ঘুমে চোখ জুড়িয়ে আসে,
বুকে নামে প্রশান্তি সেটাই তো বড়ো কথা...।

কতটুকু সুখের জন্য একটা মেয়েকে ঘরছাড়া হতে হয়!
আবার কখনও একটা মেয়েকে এক চিলতে সুখের জন্য মরণ যন্ত্রণা ভোগ করতে হয়...।

কতটুকু সুখ? সেটা বলতে পারলে না তো,
তোমার ক্ষমতার বাইরে, চাওয়া-পাওয়ার হিসেব নিকেশে অধরা তোমার কাছে।

জানি সুখ মানে বৈষয়িক ভাবনায় নিজেকে জড়িয়ে ফেলো বারবার,
মনের ঘরে সুখের বসত ছেঁড়া কাপড়েও ভরিয়ে দিতে পারে,
সুখের সংজ্ঞা আজ ভীষণই দুর্বোধ্য।

তাই তো আমি সুখ খুঁজে বেড়াই মনের ঘরের পেছনের খিড়কি খুলে,
যেখানে শুধু আমি একাই আমার সুখের সন্ধানী...।

 

আর্কাইভ