• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পূর্ণতা

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৪:৫৬ পিএম

পূর্ণতা

তৃপ্তি রায় চৌধুরী

জীবন যেন নদীর মতো, স্রোতের সঙ্গে চলা
চলার পথে নতুন করে পরিচয়ের পালা। 
কখনও মন অনুভবে শুধুই থাকে পূর্ণ
অন্য কারোর জন্য বাধা, তবু কখনও শূন্য। 
তার কাছে আমার চাওয়া, আমার কাছে তার
ভালোবাসায় পূর্ণ হয় সোনার সংসার। 
মান-অভিমান, ঝগড়া-বিবাদ, সুখ-দুঃখের শেষে
নতুন করে কাছে টানা আবার ভালোবেসে। 
জীবন যেন এমনি করেই খুঁজতে থাকে মানে
স্রোতের মুখে হারিয়ে গেলেও ফেরে ভাটার টানে। 
একে অপরের হাতটি ধরে জীবন পথে চলা
বিপদ- আপদ দুজন মিলে করবে মোকাবিলা। 
জীবন যেন একটি কথাই বলে কানে কানে
দুজন বিনা দুজনের সুখ থাকে না প্রাণে। 
আর্কাইভ