• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পুরনো কাসুন্দি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০৪:২৬ পিএম

পুরনো কাসুন্দি

মতি গাজ্জালী

জল গড়ায়ে চলে তার আত্ম-স্বভাব মতো--
স্রোত তার যৌবনরেখা-- পরিশুদ্ধ এক প্রক্রিয়া--

প্রকৃতির সবাই নিজ নিজ রক্তধারায় করে ক্রিয়া বিক্রিয়া--

তুমি তো সৃষ্টির সেরা। এত প্যাঁচগোছ কেন হৃদয়ঘেরা!

নির্মল মনে শিখেছিলে সবার ওপরে সত্য সুন্দর আর মানুষ সেরা--
সেই তুমি সত্য সুন্দর ভাগাড়ে রেখেছ ফেলে, মনে কেন জাগলো চরা--
নদীর মতো বহমান হওয়া গেছো কী ভুলে, বাল্যশিক্ষার উপদেশমূলক পড়া!

মানুষের ওপর বিশ্বাস না রাখা পাপ-- কাকের স্বভাবে গেলে ভুলে?
আদর্শলিপি এখনও শুদ্ধ, খাঁটি এখনও গাভীর দুগ্ধ, ঝরে পড়া বিশ্বাস নাও তুলে--
মানুষকে শত্রু না ভেবে আপন করে নাও, মনের যতসব ময়লা-আবর্জনা ফেলে।

বোধ তো মনুষ্যত্ব। আমের রসে কিন্তু জমে আমসত্ত্ব--
পাঠশালায় গিয়েছি সবাই-- বুঝতে মানবিকতা আর ভালোবাসার নিগূঢ় তত্ত্ব-
আদর্শ ফেলে ভুল পথ নিয়েছি, অধিকারে নিয়েছি হিংসাদ্বেষ আর লোভের স্বত্ব। 

বলো তো শুনি-- গুণীর মাথাও যদি যায় পচে--
সুন্দর সমাজ আর সুখী রাষ্ট্র কোনজন রচে!
আর্কাইভ