• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পিপাসা

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০৯:৩০ পিএম

পিপাসা

পদ্মা বোস

দূর আকাশে উড়তে গিয়ে 
ভুলেছি মাটির গান,
অন্য সুরে গাইতে গিয়ে 
কেটেছে মাটির টান।

সিন্ধু তলে ডুব দিয়েছি 
মুক্তা খোঁজার তরে,
খোলা শুধু কুড়িয়ে গেলাম
রত্ন রইলো দূরে।

জ্ঞান পাহাড়ে উঠতে গিয়ে,
জড়ো করেছি বই,
মাঝ পথেই থেমে গিয়েছি,
ভেঙে গিয়েছে মই।

মানব সেতু গড়তে চেয়ে 
বাড়িয়ে দিলাম হাত।
মনের বাঁধন জুড়তে গিয়ে,
পেলাম অতল খাত।

সারা রাতের স্বপ্ন গুলো
রোজ সকালে হারাই।
পিপাসা নিয়েই ঘুরে বেড়াই,
সেই দূর সাহারায়।


আর্কাইভ