নীতা কবি মুখার্জী
সে দিনের সেই গোধূলী বেলায় কদম্ব গাছের তলে
হাতে হাত রেখে বলেছিলে সখা, ভিজবো সন্ধ্যা হলে।
খোঁপায় সাজালে কদম্বের ফুল, জড়ালে বক্ষতলে
স্বপ্ন দেখালে সুন্দর কতো বৃক্ষবেদীর মূলে।
সন্ধ্যাতারারা দেখেছিল আর করেছিল কানাকানি
প্রিয়ারে আপন করে নাও তুমি, আমরা সাক্ষী মানি।
শ্রাবণ পবন মিষ্টি সুবাসে দোলা দিয়েছিল মনে
দুজনের হয়ে দুজনে তোমরা থেকো যেন একসনে।
দেউল আঁগনে জ্বলেছিল দ্বীপ, শঙ্খ ঘণ্টাধ্বনি
প্রথম প্রেমের প্রথম পরশে অসাড় এ দেহখানি।
স্বপ্নের ঘোর কেটেছিল কবে, দেখেছি তোমার পানে
মরমে মরেছি, শরমে মরেছি, মুক্ত আলিঙ্গনে।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন