• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

প্রেম

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৬:০০ পিএম

প্রেম

কেকা দাস

আমি প্রেমে পরি সেই পুরুষের
যে প্রতিদিন আমায় আগলে রাখে
ঝড় ঝঞ্জা, কাঁটা বিছানো পথে আমার পাশে থাকে,

আমি বারবার প্রেমে পরি সেই প্রেমিকের
যে বৃষ্টি বা পিছল পথে সাবধানে আমার হাত ধরে....
জ্বর তপ্ত গায়ে যে আমার মাথায় শীতল পট্টি দেয়....

আমি বারবার প্রেমে পরতে চাই তারই....
সে আমার প্রথম প্রেম নয়, দ্বিতীয় প্রেম...

প্রথম প্রেম আজ থেকে ত্রিশ বছর আগে...
মোবাইল ফোন নেই, যোগাযোগ শুধু
পাড়ার মোড়ে একটু দেখা, বাঁকা চোখে দেখে পাশ কাটিয়ে যাওয়া...
চোখে চোখ হলে স্বর্গ সুখ পাওয়া...
সেই প্রেমিকের জাতের অহংকার ছিলে...
ক্লাস হয়তো ইলেভেন, তবুও বড্ড অহংকারী মনোভাব...
দীর্ঘ ত্রিশ বছর পরে ফেসবুকে দেখে 
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, একসেপ্ট হলো....
সবার পোস্টে লাইক, কমেন্টস
আমার পোস্টে নেই কেন! 
জানতে চাওয়ায় ....আনফ্রেন্ড।
বুঝলাম ত্রিশ বছর আগেও তার মেরুদণ্ডের অভাব ছিল...
ত্রিশ বছর পরেও সেই মেরুদণ্ডের অভাব।
ভাগ্যিস প্রথম প্রেমে অভিশাপ থাকে ....
না হলে সারা জীবন জ্বলতে হতো...।
আমার প্রেম খুব গভীর, তাই বারবার প্রেমে পরে যাই।
রোজ গভীর রাতে এক ফেসবুক বন্ধু 
অনেকগুলো লাভ সাইন পাঠায়,
প্রোফাইল খুলে দেখি, 
সম্ভবত আশি বছর হবে...
ভাবি এখনও তার মনে প্রেম আছে
এখনও সে ভালোবাসা বিতরণ করতে চায়....
আর না হলে না বুঝে দিয়ে ফেলে...
ভালোবাসা বুঝি এমনই....।
তাই প্রেমে পরি বারবার সেই পুরুষের 
যে ভালোবাসার মর্ম জানে, ভালোবাসতে জানে....।

আর্কাইভ