পুতুল জেসমিন
অজন্তা ইলোরায় দেখেছি তোমায়,
দেখেছি----'
দেরিদুন, কাশ্মীর, কন্যাকুমারী, সিমলায়।
দেখেছি----
আকাশ-পাহাড় মিশে যাওয়া দিগন্ত রেখায়,
দেখেছি---কাঞ্চনজঙ্ঘার স্বর্ণ চূড়ায়।
দেখেছি--নায়েগ্রা, ভিক্টোরিয়ায়।
দেখেছি --বন-হরিণীর নয়ন শোভায়।
দেখেছি --মাধবের পাগলা ঝোরায়।
দেখেছি--"ঝমাঝম বৃষ্টি -নূপুর" ভরা বরষায়।
দেখেছি--আকাশে ভোরের তারায়,
দেখেছি--আষাঢ়ী নীলপূর্ণিমায়।
দেখেছি--ফুটন্ত প্রিয় রক্ত গোলাপে,
দেখেছি--অনন্ত সৌন্দর্য লোকে।
দেখেছি--পৃথিবীর কাছে আসা "মঙ্গলের" উজ্জ্বলতায়,
দেখেছি--নব-রত্ন খচিত আমার প্রিয় মনিমালায়।
দেখেছি--"নন্দনলোকে, পারিজাতের পাতায় পাতায়...
দেখেছি --হৃদয়ের প্রতি রক্ত কণিকায়।
শুধু দেখিনি কোনো মিথ্যায়।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন