• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ব্যর্থতা

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০৯:৫২ পিএম

ব্যর্থতা

অশেষ বন্দ্যোপাধ্যায়

আকাশে মেঘ ছিল

বৃষ্টি হলো না।

 

জীবনে ভালোবাসা ছিল

পূর্ণতা পেলো না।

 

বিরহে অভিমান ছিল

আত্মহনন হলো না।

 

বুকে আগুন ছিল

চিতা জ্বললো না।

 

ফলগুর নীরবতা ছিল

দৃশ্যমান হলো না।

 

মৃত্যুর সীমানায় স্তব্ধ জীবন

দেয়ালে স্থির চিত্র।

আর্কাইভ