চিত্রা কুণ্ডু বারিক
আসবে আসবে এটাই ভালো মনের আকাশে
বাতাসে উড়ে বেড়ায়...
এক আনন্দের বন্যা।
শেষ হলেই অগোচরে কত ব্যথা রয়ে যায়
কত স্মৃতি থেকে যায়...
হয়তো বা ক্ষণিকের প্রেম পিছুটানে বারে বারে,
বিসর্জন হয়ে যায় দশমিতেই।
আবার এমনও ভালোবাসা জীবনের শেষ প্রান্তে এসে
বিসর্জন হয়ে যায়...
একসঙ্গে থাকা-একসঙ্গে একঘরে ওঠাবসা,
আনন্দ করে মিলেমিশে এক গভীর ভালোবাসা
একমুহহূর্তে এনে দেয় অন্ধকার।
বোঝার আগেই না বোঝা হয়ে যায় কতকিছু
থেকে যায় শুধু স্মৃতিগুলো...
না পারে গিলতে না পারে ফেলতে,
গলার মধ্যে বিঁধে থাকা অসহ্য যন্ত্রণার জ্বালা
হজম করে যেতে হয়, বোঝার নেই কেউ
দোষারোপের পর শুধু দোষারোপ।
ছিঁড়ে যায় মাথার শিরা উপশিরা
টগবগিয়ে ফুটতে থাকে রক্তের ধারা...
কান পেতে শুনে যেতে হবে বলতে গেলে দাবিয়ে রাখা।
ধীরে ধীরে নিবে আসে আলো
বালিশ ভেজে, রুমাল ভেজে তবুও শান্ত্বনা দেবার মানুষ নেই
চোখ বুজে আসে ধীরে ধীরে...
কখন যে ঘুম আসে চিরতরের
কি শান্তি.....
সবকিছু চলে গেছে বিসর্জনে।
ফিরবে না সে প্রেম আর কখনও কোথাও
মুক্তি শুধু মুক্তি...
ফেলে আসা সেই অতীত এ জনমে আর দেবে না শাস্তি।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন