• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শ্রদ্ধায় স্মরি তোমায়

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০৮:১৮ পিএম

শ্রদ্ধায় স্মরি তোমায়

হোসেন মাহবুব কামাল

হঠাৎ হৃদয় সমুদ্রে ঘূর্ণাবর্তের তাণ্ডব! 
হৃদাকাশে মেঘের ভেলায় কান্নার তান-
চৌহদ্দির বাইরেও তীব্র ঘৃণাভরা ধিক্কার। 

আচন্বিত ধেয়ে আসা শব্দে- 
ক্রমশ ভেসে আসা লজ্জা 
তোমরা এই- তোমরা বেঈমান জাতি এক,
যারা-পিতৃ হন্তারক যারা জাতিরসত্ত্বার রক্তচোষা জোঁক।
সায়ান্হ বেলায় পুবাকাশে রংধনুর চোখে বিষাদ
নীলয় তরঙ্গে কেঁপে কেঁপে ঝাপটা অনলে পুড়ছে মর্মন্তুদ বেদনার্ত বৃষ্টিজল!
বৃক্ষ পল্লবে বসে কাঁদে বিভাগী বিহঙ্গ-
যে তর্জনির গর্জনে 

উলম্পিত পারদে বিশ্ববুকে কম্পন তুলে ছিলে সপ্ন স্বাধীন মাতৃকার?
ইয়াজিদি ঘাতকের বুলেটে শোধিলে জীবনের ঋণ
পৃথিবীর গাণিতিক দিনপুঞ্জিতে আসবে যতবার পনেরো আগস্ট, 
শ্রদ্ধায় স্মরিবে তোমায়...
আর বারবার জন্মিবে তুমি শেখ মুজিবুর রহমান।
আর্কাইভ