• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বৃষ্টি মাখি আয়

প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ০৮:৫০ পিএম

বৃষ্টি মাখি আয়

অমিতাভ শুর

শ্রাবণের এই বৃষ্টি দিনে
       চল না রে আজ সব ভুলে আয়
              বৃষ্টি মাখি গায়।

মনের যত দুঃখগুলো
       আজ আয় না ভেজাই বৃষ্টিজলে,
              দেই ভাসিয়ে চিরতরে শ্রাবণধারায়।

হারিয়ে যাব আজ দু’জনে
       জলনূপুরের মিষ্টি তালে
              নৃত্যগিতে আনন্দেতে শ্রাবণধারায়।

আয়রে ওরে দেখ চেয়ে তুই
       মেঘবালিকা নাচে যে ওই
             বিজুরি আর বরিষণের -
                    রিম ঝিম ঝিম - গুরু গুরু
                           বৃন্দগানের তালে।

আয় না রে তুই বন্ধু প্রিয়া
       আজ ভেসে যাই দোঁহে- বৃষ্টিজলের স্রোতে।
             একাত্ম হই দুইটি হৃদয়
                    শ্রাবণের এই রিম ঝিম ঝিম জলনূপুরের তালে -
                    আগ্নেয় দুই মনের যত উষ্ণতা ভিজিয়ে।
আর্কাইভ