পুতুল জেসমিন
"সেদিনও এমনি বর্ষা ছিল"
কণ্ঠে ছিল গান,
হৃদর ভরা সুরের ঐক্যতান।
নিমগ্ন সুরের অমৃত সুধায়
অমরাবতীর দু'টি পারিজাত যেন-
সকাল গড়িয়ে দুপুর
দুপুর গড়িয়ে বিকাল
বিকাল গড়িয়ে সন্ধ্যা-
এমনি করে দিন কেটে যায়
সবুজ শ্যামল বর্ষা বিদায়।
হঠাৎ শীতের রুক্ষতা,
কালবৈশাখী ঝোড়ো হাওয়া
অবিশ্বাস্য গরল মেশানো তোমার ভূমিকা!!
নিত্য সে গরল পানে
আমার ব্যথায় নীল হয়ে যাওয়া।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন