পদ্মা বোস
আমার রাত্রি জাগার কারণ
আমার স্বীকারোক্তি বারণ
আমার আধিপত্যের শহর
আমার কাটে একলা প্রহর।
আমার আমিকে চেনার লড়াই
আমার একাকিত্বের বড়াই
আমার আধখাওয়া চায়ের কাপ
আমার নিজের সঙ্গে আলাপ।
আমার প্রিয় কিছু মুখ
আমার বালিশ ভেজানো চোখ
আমার আঁধার বড়ই প্রিয়
আমার খবর খানিক নিও।
আমার প্রিয় বিষাদ নীল
আমার আকাশে শঙ্খচিল
আমার কেয়া পাতার ভেলা
আমার জীবন ছেলেখেলা।
আমার বোঝার লোকের অভাব
আমার গোমরামুখো স্বভাব
আমার ইনসমোনিয়া রোগ
আমার জীবন অঙ্ক বিয়োগ।
আমার কঠিন কিছু সত্য
আমার গল্প অসমাপ্ত
আমার চিলেকোঠার ঘর
আমার রুক্ষ কণ্ঠস্বর।
আমার জীবন অঙ্কে অমিল
আমার আমিতে ছন্দমিল
আমার ঘোলাটে দু’চোখ
আমার সত্যি মিথ্যের প্রুফ।
আমার অতীত মোছার রাবার
আমার নিজেরে খোঁজা আবার
আমার অলস দুপুর নাগাদ
আমার ভাঙে ধৈর্যের বাঁধ।
আমার জীবন চোরাগলি
আমার স্বভাব চোখের বালি
আমার জীবন প্লাটফর্ম
আমার বন্ধু নেহাতই কম।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন