• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বঙ্গবন্ধুর গান

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০৯:০২ পিএম

বঙ্গবন্ধুর গান

শৈবাল আদিত্য

যে আলোয় মাখা বীর বাঙ্গালীর মুক্তি গাঁথা
বিশ্বের বুকে স্বাধীন স্বদেশ উঁচিয়ে মাথা
বজ্র আওয়াজে সে তর্জনীর মুক্তির পয়গাম...
আমার চেতনা; আমার সাম্য; আমার সংগ্রাম!
তার আদর্শে অনাগত শিশু শোণিত হবে
বাংলার এই আকাশে বাতাসে ধ্বনিত হবে
লাল-সবুজের পতাকায় লেখা একটি নাম!
জাতির জনক বঙ্গবন্ধু লও সালাম ৷৷

এ মাটির সোঁদা গন্ধ মাখা পথের বাঁকে
সুসবুজ ওই প্রান্তর আজো চেয়ে থাকে
মহানায়কের প্রস্থান পথে চেয়ে আছে ইতিহাস...
শোকাহত দ্যাখো মাঠ ঘাট নদী খাল বিল পাড়া গ্রাম!
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী লও সালাম ৷৷

সুজলা-সুফলা সার্বভৌম ব-দ্বীপ জুড়ে
পাখি ও নদীর কুহু-কলতান একই সুরে
শ্রদ্ধাবনত শিশির সিক্ত সবুজ দুর্বাঘাস...
অনাগত পথে সাহসী যুবার প্রেরণা সেই নাম!
জাতির জনক বঙ্গবন্ধু লও সালাম ৷৷
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী লও সালাম ৷৷
আর্কাইভ