• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বন্ধু

প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ১০:১১ পিএম

বন্ধু

সুস্মিতা দত্ত মুখার্জী

অবচেতন মন

একরাশ হতাশা

একাকিত্বতা আড়ালের আপ্রাণ চেষ্টা

মুখে চিরসবুজ গালভরা হাসি

বোঝেনা কেউ... ব্যথাতুর মন বোঝে যে সুজন

সেই তো...বন্ধু l

 

সুখের সাথী সবাই ,

দুখের সময় মেকি সান্ত্বনা

দুঃখকে আপন করে আগলে রাখে যে সুজন

সেই তো... বন্ধু l

 

বিপদকালে দূরে থেকে মজা দেখে কেউ

কেউ নিতে চায় অসহায়তার সুযোগ

বিপদের সমুখে ঢাল হয়ে রক্ষা করে যে সুজন

সেই তো...বন্ধু l

 

সময় অসময়ের সাথী হয়ে

ছিলাম --আছি --থাকবো পরস্পরের জন্য

অঙ্গীকারবদ্ধ হন যাঁরা তারাই প্রকৃত সুজন,

অমর হোক বন্ধুত্বের বন্ধন l

               

সময় অসময়ের সাথী হয়ে

ছিলাম --আছি --থাকবো সর্বক্ষণ

অঙ্গীকারবদ্ধ হন যারা তারাই প্রকৃত সুজন,

অমর হোক সকলের সাথে বন্ধুত্বের বন্ধন l

আর্কাইভ