• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

যৌবনের ক্ষতচিহ্ন

প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০৯:৩২ পিএম

যৌবনের ক্ষতচিহ্ন

বাদশা সৈকত

তোমাকে না পাওয়ার ব্যর্থতা আমার ছিল না,

কারণ তুমি তখন মনটাকে ভালো করে দেখনি।

এখন আর কোনো দুঃখবোধই নেই আমার।


নির্ভরযোগ্য সুখ খোঁজা প্রেমিকাদের সারিতে

দাঁড়িয়ে ছিলে তুমিও,

অথচ আসল সুখের অর্থটাই ছিল অজানা।

 

তোমার রক্ততোমার আপন জনেরাই

প্রেম নামের শব্দটাকে ভুয়া প্রমাণিত করে

হন্যে হয়ে একজনমের সুখ খুঁজে দিলো।

 

তুমি সেই সুখের খাঁচায় ঢুকে পড়লে নিশ্চিন্তে,

নিজের পায়ে শিকল পড়লে নিজের ইচ্ছায়।

অথচ কতটা অহংকারী ছিলে তুমি।

 

তারপর আর কোনো খবর না পেয়ে,

প্রেম নামের শব্দটাকে সিগারেটের ধোঁয়া ভাবতে থাকলাম।

কিন্তু মনের দাগটাকে পোড়াতেই পারলাম না আজও।

আর্কাইভ