• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

আপ্তবাক্য

প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ১১:৪৯ পিএম

আপ্তবাক্য

প্রদীপ কুমার বিশ্বাস

আসবে ছুটে ক্ষুধায় কাতর

রুটি ভাতের গন্ধে

ক্ষুধা কাতর তৃষ্ণা আতুর

মৃত্যু সকাল সন্ধ্যে*


ঝড় তুফানে আকাশ কালো

মেঘপুরীতে বজ্রপাত

আসবে বলেও কথা রাখেনি

অনেক চাওয়া বৃষ্টিপাত

আঁধার কালো দিনের আলো

দৃষ্টিহীনের দৃষ্টিপাত

আইন কানুন বিচার বাণী

পাগল রাজার পক্ষপাত


মিছিলের ডাক "নিপাত যাক

ঘরে ফিরুক ঘরছাড়া সব

ঘরেই মরে শান্তি পাক!


ভুখা চাইছে রুখা সুখা বাড়তি

আছে কার কাছে?

তোমার আমার শূণ্য থালা

আজও শূণ্য পড়ে আছে!


সবাই ফাঁকা সবই ফাঁকা

শূণ্য শেষের মৌনতা

স্লোগান শুনি না মিছিল হাটি না

পথজুড়ে শোয় "গৌমাতা"!

 

 নিরাশ্রয়ের আশ্রয় খোঁজ

 নিজুভূমে তুই পরদেশি

 আচার বিচার আইনের ভাষা

 আমি টার্গেট ভীনদেশি!


ঝড় হতে চাই, তুফান হবো,

কল্পনা সুখ সাইক্লোন

বারুদ হবো, আগুন হবো,

পরমাণু বোম যুদ্ধ 'ডন'!


শান্তি হবো, শান্ত পৃথিবী, শান্তি

সুখের আস্তরণ!

প্রার্থনা হবো, আজান হবো

ইবাদত, প্রে, নিস্তারণ!


প্রেম হতে চাই প্রণয় সুখে

মিষ্টি মধুর ভালোবাসায়,

পরশুরামর কঠোর কুঠার

ঋণ পরিশোধে নির্দ্বিধায়


কেড়েছিল কারা প্রেয়সীর

লাজ? প্রেয়সীর বুক আঁচলহীন

নখের আঁচড়, অশালীন হাত

নগ্ন অসুখ বিরামহীন

অশালীন যত অশ্লীলতার

নিধন যজ্ঞে চোকাবো ঋণ!


 প্রতিশোধ হবো প্রতিবাদে 

গণসঙ্গীত সুর আহ্বানী

প্রতিরোধী হবো একতার

গানে সঙ্কল্পীত আগমনী!


হবো বারিধারা অশ্রু সজল

মেঘ বালিকার দৃষ্টিকোণ,

ঝর্নার সুখ সাগরের মুখ,

তুফান ঝড়, আগ্নেয়গিরি অন্বেষণ!


নয়নের মণি গণদেবতার,

বৃষ্টির পানি, শিশির কণার,

ধরে রাখা ঘাসে সূর্যমুখ,

গরল সরাবো, সরল সজল

তৃষ্ণার জল জীবন সুখ!


গান হতে চাই সুর সহযোগে

ফুল সৌরভ জীবনভর

অগ্নিশলাকা কার্তুজ হবো

তিলাঞ্জলী অসুখ ডর!


লাল রঙ হবো প্রেয়সীর ঠোঁটে,

খোপাজুড়ে বেল বকুলেরা ছোটে,

খুন টগবগ চেতনায় ফোটে,

বিভেদ পোড়াবো ঐক্যের জোটে,

ফসল রঙিন সব মাঠেঘাটে আগামীতে-

অঞ্জলি ফুল প্রণামীতে।


রুটি হতে চাই ভাত হতে চাই,

দুধ হতে চাই শিশুর মুখ,

বৃদ্ধ কপালে সৈকত হবো

সম্ভোগে হবো রমন সুখ!


সাগর তীরের বালুকণায়

চিহ্নিত হবো পদচারণায়,

প্রতীকচিহ্ন মেঠোপথে

বালুঝড় শেষে মরুভূমি ঘেঁষে

কাতরতা হবো মরুপথে!


হঠকারী তড়িঘড়ি আহামরি

ঘোড়া ক্লান্ত নয়,

অনেক রাত্রী, অনেক যাতনা,

ভুল ভ্রান্তিময়;

কাস্তের কাজ, হাতুড়ির সাজ,

কম্বাইন'র কাছে দন্ডবত,

ফসল বাজারে, খুঁজছে রাজারে

প্রজারা হাজারে,

বেচতে প্রিয়ার নাকের নথ!


"যার বাছা পায়নি দুধ"

একমুঠো ভাত, দুটো রুটি,

নোনা ঋণ পরিশোধে সুখ

ঐক্য মিছিলে হুটোপুটি।


আকাশ নিরব, বাতাস সবেগে

আবেগে হাতে হাত রেখে সংগ্রামী

কোরাস শপথ কোরাস স্ব-পথ

প্রতিরোধী সুখ পরিনামী।

আর্কাইভ