• ঢাকা রবিবার
    ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১

মুক্ত বিহঙ্গ

প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০৮:৫০ পিএম

মুক্ত বিহঙ্গ

মিঠু ব্যানার্জী

কত ঋতু যায়- কত আসে, ফিরে যায় কত পাতা ঝরা বসন্ত!
প্রকৃতির উদাত্ত আহ্বানে গতকালের পথ ধরে
‘আজ’ চলে যায় অতীতের পথে,
ফিরে আসে না আর কখনোই...
শুধু বিষণ্ণ দিনের ভাঙা আয়নার ম্লান ইশারাতে, 
ভেসে ওঠে টুকরো হয়ে যাওয়া আবছা স্মৃতি!
বিস্মৃতির অতল অন্ধকার থেকে উঠে আসে- না বলা কথারা! 
কালের নিয়মে নিভৃতে গহীনে চাপা পড়ে যায় 
নির্ঘুম রাত্রির প্রিয় মুহূর্ত...
অভিমান হয়তো গাঁথা হয়ে থাকে রাশিকৃত মুক্তমালার মতো, 
অতি কষ্টে- বড় সযত্নে আগলে রাখতে হয় গভীর যন্ত্রণাকে। 
বড় ভয় হয়, না জানি কখন অসতর্কে ছড়িয়ে পড়ে পথের ধুলোয়! 
জানি কথা ফুরিয়েছে, ফুরিয়েছে সে দিনের বসন্ত প্রহর;
শেষ হয়ে গেছে দৈনন্দিন একঘেয়ে আবেগ!
বন্ধনহীন নদীর মতো তাই সে ছুটে গেছে অন্য কোথাও গভীর সুখের আশায়—
ছুটে গেছে নতুনত্বের প্রিয় আহ্বানে!
মুক্ত হয়েছে আজ গ্রন্থিত হৃদয়ের চির অদৃশ্য বন্ধন...
উড়ে যাক সে, উড়ে যাক ডানা ঝাপটে নীল থেকে নীলে----
মুক্তির আস্বাদে মুক্ত বিহঙ্গ....
আর্কাইভ